শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৫ এপ্রিল ২০২৫ ১৬ : ১৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক ঘটনার পর বড়সড় বদল মুর্শিদাবাদের সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায়। স্থানীয় মানুষদের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ফেরানোর জন্য খোলনলচে বদলে ফেলা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত দুই থানার আধিকারিকদের। জানা গিয়েছে, রাজ্য পুলিশের তরফে দুটি থানাকে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ওসি থানা থেকে ইন্সপেক্টর পদমর্যাদার আইসি থানাতে উন্নীত করা হয়েছে।
দুটি থানার সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের। জেলা পুলিশ সূত্রে খবর, সুতি থানায় বর্তমানে একজন মহিলা সাব ইন্সপেক্টর সহ মোট ১১ জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং সাতজন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন।
তবে সুতি এবং সামশেরগঞ্জ এলাকায় ঘটে যাওয়া অশান্তির পরিপ্রেক্ষিতে সুতি থানায় নতুন অফিসারদের ‘পোস্টিং’ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিপুরের ঘটনায় সবথেকে বেশি ক্ষতি হয়েছিল সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এবং বেশ কিছু গ্রামীণ এলাকা। কিছুদিন আগে পর্যন্ত ওই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিককে নিয়ে মোট ২০জন সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর কর্তব্যরত ছিলেন।
জানা গিয়েছে, গত ২০ এবং ২৩ এপ্রিল পুলিশ জেলার কর্মরত এক ঝাঁক সাব-ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। তবে জানা যাচ্ছে, নতুন করে যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁদের অনেকেই আগে কাজ করেছেন সামশেরগঞ্জ থানায়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের শীর্ষ কর্তারা তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া হিংসার ঘটনার জন্য সুতি এবং সামশেরগঞ্জ থানায় প্রচুর নতুন মামলা দায়ের হয়েছে। এই সমস্ত মামলাগুলোর তদন্ত করার জন্য দু’টি থানাতেই নতুন আধিকারিকদের প্রয়োজন ছিল। সেই কারণে প্রয়োজন মত কিছু রদবদল করা হয়েছে এবং বেশ কিছু অফিসারদেরকে এই দু’টি থানায় ‘পোস্টিং’ দেওয়া হয়েছে।
নানান খবর

নানান খবর

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি

পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের

অডিও রেকর্ডারই আশার আলো, মাধ্যমিকে ৫০০ পার করল দুই দৃষ্টিহীন ছাত্র

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা